প্রতিষ্ঠানকাল ও সংক্ষিপ্ত ইতিহাসঃ বর্ণিগ্রামটি পূর্বে মধুমতি নদী বিধৌত এলাকা ছিল, তখন এলাকাটির লোকজন জমিদারেরভূমি করের চাপে খুবই অস্বস্তি বোধকরছিল,এই সময় জমিদারের উচ্চপদস্থ এক কর্মকর্তা আসেন। তাদের আত্যাচারেরকারণে ঐ কর্মকর্তা বরণ করে নিতে নারাজথাকায় কর্মকর্তা জমিদারকে জানান যে, তাকে বরণ করা হই নাই। এই বরন না করা কথা থেকে ঐ এলাকারটির নাম হয় বর্ণি।পরবর্তিতে বর্ণি গ্রামের নাম অনুসারে এই ইউনিয়নের নাম রাখা হয় বর্ণিইউনিয়ন। অনুমান (১৮৭০-১৯০০)সাল। অতপর উক্ত মধুমতি নদীর গতি পথেহঠাৎ করেপ্রায় ১৫০-২০০ বৎসর পুর্বে পরিবর্তন হয়ে বাওড়ের সৃষ্টি হওয়ায় বর্ণি গ্রামেরনাম অনুসারে বিখ্যাত বাওড়ের নাম রাখা হয় বর্ণি বাওড়।এই বিখ্যাত বাওড়েরপূর্ব তীরেই বর্ণি ইউনিয়ন অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস